‘হাতে টাকা থাকলেই গিটার কিনত সে’

By স্টার অনলাইন রিপোর্ট
18 October 2018, 14:23 PM
UPDATED 18 October 2018, 20:34 PM

দেশের সংগীতাঙ্গণের অনেক প্রধান মানুষের সঙ্গে প্রয়াত ব্যান্ডসংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর শুধু পরিচয়ই ছিলো না, ছিলো গভীর বন্ধুত্ব। তেমনি একজন হলেন বিখ্যাত প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোর।

আজ (১৮ অক্টোবর) সকালে বাচ্চুর মৃত্যু খবর শুনে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “একেবারে হতবাক হয়ে গেছি। দুদিন আগেও একটা কনসার্ট করেছে সে। প্রথমে ভাবলাম এটা গুজব। মন মানতে চাচ্ছে না যে বাচ্চু আর নেই।”

“আমরা যখন আজকের মতো এতো পরিচিত হয়ে উঠিনি তখন থেকেই আমরা বন্ধু। আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। আমি, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, হানিফ সংকেত কতো আড্ডা দিয়েছি। কতো স্মৃতি আমাদের, যার শেষ নাই।”

সেসব মধুর স্মৃতির কথা বলতে গিয়ে এন্ড্রু কিশোর বলেন, “বাচ্চুর মতো গিটার পাগল কখনই দেখিনি। হাতে টাকা থাকলেই গিটার কিনত সে।