আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল: বিএনপি

By স্টার অনলাইন রিপোর্ট
28 October 2023, 10:01 AM
UPDATED 28 October 2023, 18:37 PM

আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।'

এর আগে তিনি দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, শুধু ঢাকা মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি।

আজ ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার কথা ছিল বিএনপির। তাদের সমাবেশস্থলের দুই কিলোমিটার দূরত্বের মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

পরবর্তীতে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকেও সমাবেশের জন্য জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ।