বিএনপির সঙ্গে সংঘর্ষে ৪১ পুলিশ আহত: ডিএমপি মিডিয়া সেল

By স্টার অনলাইন রিপোর্ট 
28 October 2023, 14:04 PM

রাজধানীর পল্টন-কাকরাইল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ পুলিশ সদস্য আহত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, আহত ২০ পুলিশকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া ফকিরাপুল এলাকায় সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

নিহত আমিনুল পারভেজ ডিএমপির সিটিটিসি ইউনিটের কনস্টেবল ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ডেইলি স্টারকে জানান, মাথায় আঘাতপ্রাপ্ত পুলিশ কনস্টেবল পারভেজকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

পরে বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।