বিসিবি প্রধানের কড়া সমালোচনা বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়কের

By নন স্ট্রাইকার্স অ্যান্ড
28 February 2023, 06:25 AM
UPDATED 28 February 2023, 12:40 PM

সাকিব আল হাসান ও তামিম ইকবালের বিরোধের কথা জানা ছিল বাংলাদেশ ক্রিকেটের ঘনিষ্ঠ মহলের। দলের অন্দরের সেই খবর গণমাধ্যমে বলে তুমুল আলোচনা তৈরি করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ইংল্যান্ড সিরিজের আগে তার এই সাক্ষাতকার কেড়ে নিয়েছে সব মনযোগ। বিষয়টি একদম ভালো চোখে দেখছেন না বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, ঘরের ভেতরের কথা প্রকাশ্য বলে একদম সমীচীন কাজ করেননি বোর্ড প্রধান।