বিশ্বকাপ শেষ লঙ্কান অধিনায়কের

By স্পোর্টস ডেস্ক
14 October 2023, 17:13 PM
UPDATED 19 October 2023, 21:25 PM

প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ এবার শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। তার উপর আরও একটি বড় ধাক্কা খেয়েছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন দলের অধিনায়ক দাসুন শানাকা। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। 

পাকিস্তানের বিপক্ষে খেলা নিজেদের সবশেষ ম্যাচে ঊরুতে চোট পান লঙ্কান অধিনায়ক। এই চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে তার। যে কারণে এরমধ্যেই দলে নেওয়া হয়েছে বদলি খেলোয়াড়। চামিকা করুনারত্নেকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা। বিষয়টির অনুমোদন দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ২৩টি ওয়ানডে খেলেছেন চামিকা। ২৮.৮৩ গড়ে ২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ২২ ইনিংসে ২৭.৬৮ গড়ে করেছেন ৪৪৩ রান।

বিশ্বকাপে এবার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানে হেরে যায় শ্রীলঙ্কা। এরপর পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ রান করেও হারে দলটি। যা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ডও বটে। 

লখনউতে নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।