শান্ত-মুশফিকের শতরানের জুটিতে বাংলাদেশের দারুণ সেশন

By ক্রীড়া প্রতিবেদক
17 June 2025, 08:45 AM
UPDATED 17 June 2025, 15:36 PM

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো বাংলাদেশ। এমন পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশকে দারুণভাবে টেনে নিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই তুলেছেন ফিফটি, জুটিতে পেরিয়েছে শতরান।

গলে প্রথম সেশনে ৩ উইকেটে ৯০ রান তুলেছিলো বাংলাদেশ। দ্বিতীয় সেশনে কোন উইকেট পড়েনি। ৩ উইকেটে ১৮২ রান তুলে চা-বিরতিতে গেছে সফরকারী দল। শান্ত ৭০ ও মুশফিক ৬৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেট জুটিতে এসেছে ১৩৭ রান। 

সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুতেই এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ। আরেক ওপেনার সাদমান ইসলাম থিতু হওয়ার চেষ্টা করে ফেরেন থারিন্দু রত্নায়েকের বলে। অভিষিক্ত এই বোলার থিতু হওয়া মুমিনুল হককেও (২৯) ফেরান।

এরপরও দারুণ জুটিতে ঝলমলে দিনের আভাস দিচ্ছেন শান্ত-মুশফিক। রান খরায় থাকা মুশফিক টেস্টে ফিফটি পেরিয়েছেন ১৩ ইনিংস পর। গলে তার আছে ডাবল সেঞ্চুরি। প্রিয় মাঠে নিজেকে ছন্দে ফিরে পাচ্ছেন তিনি।