ডাফির অবিশ্বাস্য ক্যাচের পর সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

By স্পোর্টস ডেস্ক
9 November 2025, 08:31 AM
UPDATED 9 November 2025, 14:41 PM

ম্যাচ তখন জমে উঠেছে, জিততে ওয়েস্ট ইন্ডিজের ৭ বলে দরকার ১২ রান। ঝড়ো ইনিংসে আশা আগানো শামার স্প্রিংঙ্গার আছেন স্ট্রাইকে। জ্যাকব ডাফির ওভারের শেষ বলটা বিদ্যুৎ গতিতে মারলেন তিনি। পেসার ডাফি নিচু হয়ে ছুটে যাওয়া সেই ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় জমিয়ে ফেললেন মুঠোয়। এরপর আর সমীকরণ মেলাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।

নেলসন তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ডেভন কনওয়ের ৩৪ বলে ৫৬ ও ড্যারেল মিচেলের ২৪ বলে ৪১ রানে ১৭৭ করে স্বাগতিক দল।

রান তাড়ায় শুরুতে পথ হারানো ওয়েস্ট ইন্ডিজকে আশা জাগান রোমারিও শেফার্ড (৩৪ বলে ৪৯) ও স্প্রিংঙ্গার (২০ বলে ৩৯)। তবে কাজ অসমাপ্ত রেখে দুজনেই ফিরলে হেরে যায় সফরকারী দল।

১৭৮ রানের লক্ষ্যে পাওয়ার প্লের ভেতর  ১৫ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আলিক আথানেজ (২৩ বলে ৩১) ও আকিম আগুস্টে (১৬ বলে ২৪ করার পর ফের নামে ধস। ৬৮ রানে ৬ ও ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বড় হারের দিকে এগুতে থাকে তারা।

তবে শেফার্ড-স্প্রিঙ্গারের ৩৯ বলে ৭৮ রানের জুটিতে ঘুরে যায় মোড়। এক পর্যায়ে জয় মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের নাগালে। সেখানে অবিশ্বাস্য ক্যাচ লুফে আবার মোড় ঘুরিয়ে দেন ডাফি। ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ান বিশপের ভাষায় যে ক্যাচ কোন পর্যায়ের ক্রিকেটেই সচরাচর দেখা যায় না।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ রান করেছেন তাদের উপরের দিকের চার ব্যাটার। দুইশো ছাড়িয়ে যাওয়ার আশায় থাকা স্বাগতিকদের ইনিংসের ধস নামে শেষের দিকে।