ফর্ম হারানো নওয়াজকে বাদ দিল পাকিস্তান
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ ও এরপর জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দল থেকে হাসান নওয়াজকে বাদ দিয়েছে পাকিস্তান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হতাশ করেন ২৩ বছর বয়সী তরুণ ব্যাটার।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলে জায়গা হারানো নওয়াজকে চলমান কায়েদ-ই-আজম ট্রফিতে খেলতে পাঠানো হয়েছে।
আসন্ন সিরিজ দুটির জন্য গত ২৩ ডিসেম্বর ঘোষিত দুই সংস্করণের স্কোয়াডেই ছিলেন নওয়াজ। তিনি বাদ পড়লেও ওয়ানডে দলে বদলি হিসেবে কাউকে নেওয়া হয়নি। তবে টি-টোয়েন্টি দলে তার জায়গায় ডাকা হয়েছে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফখর জামানকে।
নওয়াজ ক্রিকেট দুনিয়ায় আলোচনায় আসেন গত মার্চে। নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডের ইডেন পার্কে তার তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেই বিস্ফোরক সেঞ্চুরি হাঁকান। তখন থেকেই তাকে পাকিস্তানের ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ব্যাটার হিসেবে দেখা হচ্ছে। যদিও এই সংস্করণে ক্যারিয়ারের প্রথম ১০ ম্যাচেই পাঁচবার শূন্য রানে আউট হন তিনি। সব মিলিয়ে ২৫ টি-টোয়েন্টিতে মাত্র তিনবার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি।
বাজে ফর্মের কারণে সাম্প্রতিক সময়ে নির্বাচকদের আস্থাও হারিয়ে ফেলেছেন নওয়াজ। সবশেষ টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের পরের দিকে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়। এই সংস্করণে শেষ ৮ ম্যাচে মাত্র একবার দুই অঙ্কে পৌঁছান তিনি, যেখানে তার ব্যাটিং গড় ৭-এরও নিচে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটিসহ এখন পর্যন্ত মোট চারটি ওয়ানডে খেলেছেন নওয়াজ। রান করেছেন ৫৬.৫০ গড়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। স্পিনবান্ধব পিচে জর্জ লিন্ডের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন তিনি। এরপর আর তাকে ওই সিরিজে সুযোগ দেওয়া হয়নি।
পাকিস্তান আগামী নভেম্বর ১১ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর ১৭ নভেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে থাকবে জিম্বাবুয়ে। এটি হবে পাকিস্তানের মাটিতে প্রথম বহুদলীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ।