৩০ ইনিংস পর জয়ের সেঞ্চুরি

By ক্রীড়া প্রতিবেদক
12 November 2025, 08:15 AM
UPDATED 12 November 2025, 14:52 PM

চা-বিরতির আগেই সেঞ্চুরির একদম কাছে চলে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। বিরতির পর ফিরে এসে মাইলফলক স্পর্শ করতে দেরি করলেন না ডানহাতি ওপেনার। ১৯০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। 

নিজের চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জয়। এরপর ৩০ ইনিংস পর তিনি আবার পেলেন শতকের দেখা। মাঝের সময়টায় তার অধারাবিকতা ছিলো প্রকট। এই সেঞ্চুরির আগের ১৭ ইনিংসেও ছিলো না কোন ফিফটি। 

আয়ারল্যান্ডকে পেয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে রান খরা কাটিয়ে নিজের জায়গা থিতু করেছেন জয়। 

দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে ছিলেন দুই ওপেনারই। আয়ারল্যান্ড বোলাররা যখন এই দুজনকে নিয়ে প্রায় অসহায় তখন সুযোগ করে দেন সাদমান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে ফেরেন তিনি। তবে এখনো কোন ভুল করেননি  জয়। আঁটসাঁট  ব্যাটিংয়ে তিন অঙ্ক স্পর্শ করেছেন, তাকিয়ে আছেন বড় কিছুর দিকে। 

বুধবার সিলেট টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিলো ১ উইকেটে ১৯৮ রান। জয়ের সেঞ্চুরির পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলের সংগ্রহ ৬০ ওভারে ১ উইকেটে ২১৭ রান। জয়কে সঙ্গ দিয়ে রান বাড়াচ্ছেন মুমিনুল হক। 

প্রথম সেশনে ২৪ ওভারেই বিনা উইকেটে ১০৯ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় সেশনে তুলেছে ৮৯ রান, খেলেছে ৩১ ওভার। এই সময় হারিয়েছে সাদমানের উইকেট। খরুচে থাকা আইরিশ বোলারদের এই সেশনে কিছুটা নিয়ন্ত্রণ পেতে দেখা গেছে। বাংলাদেশও পরিস্থিতি বুঝে ঝুঁকি নেয়নি খুব বেশি। 

৮০ রানে সাদমান ম্যাথু হ্যামফ্রিসের বলে কাট করতে যান, বল তার ব্যাটের নিচের দিকে লেগে জমা পড়ে কিপারের গ্লাভসে। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আয়ারল্যান্ড। মুমিনুল ক্রিজে এসে দ্রুতই মানিয়ে যান। দ্বিতীয় উইকেটে হয়ে গেছে ৩০ রানের জুটি, যার ২১ রানই নিয়েছেন মুমিনুল। ৯০ পার করার পর জয় ঢুকে যান খোলসে। তিন অঙ্ক পেরিয়ে যাওয়ার পর বেশ ফুরফুরে দেখাচ্ছে তাকে।