তিনশোর উপর লিড নিয়ে ইনিংস ছেড়ে দিল বাংলাদেশ

By ক্রীড়া প্রতিবেদক
13 November 2025, 07:56 AM
UPDATED 13 November 2025, 15:05 PM

চা বিরতির পর এসে দ্রুতই ফিরে যান হাসান মুরাদ৷ পরে আর ৫ রান যোগ করতেই লিড ছাড়িয়ে যায় তিনশো। পর্যাপ্ত পুঁজি দেখে তখন ইনিংস ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫৮৭ রান। লিড তাই ৩০১ রানের। দলের হয়ে সর্বোচ্চ ১৭১ রান করেন মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত করেন ১০০ রান। সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাসদের ব্যাট থেকেও আসে ফিফটি ছাড়ানো ইনিংস।

২৮৯ রানের লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

সিলেটে তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পরও চলছে বাংলাদেশের দাপট। আইরিশ বোলিং গুঁড়িয়ে ওয়ানডে মেজাজে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগ্রাসী ফিফটি করে আউট হয়ে গেছেন লিটন দাস। বাংলাদেশ লিড তিনশোর কাছে। 

অ্যান্ডি ম্যাকব্রিনের বল প্যাডেল সুইপ করে সেঞ্চুরি স্পর্শ করেন শান্ত। ১১২ বলে তিন অঙ্ক স্পর্শ করতে ১৪ চার মারেন বাঁহাতি ব্যাটার। ঠিক পরের বলেই অবশ্য আউট হয়ে গেছেন তিনি। ৫৪৫ রানে ৬ষ্ঠ উইকেট হারিয়েছে বাংলাদেশ। খানিক পর মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ১৭ করে ফিরলে ৫৬১ রানে পড়ে ৭ম উইকেট। লিড ততক্ষণে হয়ে গেছে ৩৭৫ রানের।  ৭ উইকেটে ৫৭৫ রান তুলে চা-বিরতিতে গেছে বাংলাদেশ দল। লিড হয়ে গেছে ২৮৯ রানের। হাসান মুরাদ ১২ ও হাসান মাহমুদ ১০ রান নিয়ে ক্রিজে আছেন।

এর আগে ছয়ে নামা লিটন ৬৬ বলে ৮ চার, ১ ছক্কায় করে যান ৬০ রান। ৬১ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতি থেকে ফেরেন শান্ত। লিটনের সঙ্গে তার জুটিটা জমে উঠে দ্রুত। আইরিশ বোলারদের দিশেহারা করে রান আনছিলেন তারা। দুজনেই মনে হচ্ছিল থামবেন সেঞ্চুরির পর। লিটন দাপট দেখিয়ে খেলতে থাকা অবস্থায় হুট করেই  ফিরে যান ৬০ রান করে। এতে ১০৭ বলে ৯৮ রানের জুটিটা ভেঙে  যায়। 

শান্ত তার ৮ম টেস্ট সেঞ্চুরি পেতে কোন ভুল করেননি। সেঞ্চুরির পর পরই আউট হয়ে গেলেও দল হিসেবে বাংলাদেশের অবস্থান ভীষণ মজবুত।