টেস্টে অলরাউন্ডারদের এলিট ক্লাবে জাদেজা
কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনস টেস্টে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিনি পেরিয়ে গেলেন ৪০০০ রান, যার ফলে টেস্ট ইতিহাসের অনন্য এক তালিকায় যুক্ত হলো তার নাম।
প্রায় দেড়শো বছরের টেস্ট ইতিহাসে পরিসংখ্যান অনুযায়ী, টেস্টে ৪০০০ রান ও ৩০০ উইকেট—এই যুগল অর্জন রয়েছে মাত্র চারজন ক্রিকেটারের ঝুলিতে। জাদেজা সেই এলিট ক্লাবের চতুর্থ সদস্য।
তালিকায় আগে ছিলেন—
কপিল দেব (ভারত) – ১৩১ ম্যাচ, ৫২৪৮ রান, ৪৩৪ উইকেট
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) – ১১৩ ম্যাচ, ৪৫৩১ রান, ৩৬২ উইকেট
ইয়ান বোথাম (ইংল্যান্ড) – ১০২ ম্যাচ, ৫২০০ রান, ৩৮৩ উইকেট
সেই তালিকার সর্বশেষ নাম এখন—
রবীন্দ্র জাদেজা (ভারত) – ৮৭ টেস্ট, ৪০০০ রান, ৩৩০ উইকেট
মাইলস্টোনটি আসে ভারতের স্কোর ১৩২/৩ (৪৩.৩ ওভার) অবস্থায়, যখন ইডেনের গ্যালারি ভরপুর দর্শকের সামনে নীরবে অর্জনে নাম লেখান তিনি।
দীর্ঘদিন ধরে ভারতের ব্যাটিং লোয়ার-মিডল অর্ডার ও স্পিন আক্রমণের ভিত্তিমূল হিসেবে খেলছেন জাদেজা। ক্যারিয়ারের বড় একটা সময় ৭ নম্বরে ব্যাট করতে হয়েছে তাকে। তারকায় ভরা ভারতীয় ব্যাটিং লাইনআপে খুব বেশি সুযোগ মিলত না রান করার। গত বছর দুয়েক ধরে পাঁচ-ছয়ে খেলার সুযোগ পাচ্ছেন। এই সময়ে তার গড়ও বাড়ছে চোখে পড়ার মতন।