তিন সংস্করণে তিন সহ-অধিনায়ক চূড়ান্ত করল বিসিবি

By ক্রীড়া প্রতিবেদক
18 November 2025, 12:09 PM

তিন সংস্করণে তিনজন অধিনায়ক ঠিক করার পর এবার সহ-অধিনায়কও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়কত্বে সবচেয়ে চমক হিসেবে এসেছেন সাইফ হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টেস্টে নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ, যিনি আবার ওয়ানডে অধিনায়ক। ওয়ানডেতে মিরাজের ডেপুটি করা হয়েছে শান্তকে।

টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক লিটন দাস, তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন টপ অর্ডার ব্যাটার লিটন দাস। অধিনায়ক, সহ অধিনায়কদের মেয়াদও বেধে দেওয়া আছে।

ওয়ানডে অধিনায়ক মিরাজ আসছে জুন পর্যন্ত দায়িত্ব পেয়েছেন। টেস্টে শান্ত পুরো চক্রেই থাকবেন অধিনায়ক। আর লিটনের মেয়াদ আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।