দুবার জীবন পেয়ে মুমিনুলের ফিফটি, বড় রানের দিকে মুশফিকও
লাঞ্চ থেকে ফিরেই সহজ ক্যাচ উঠিয়েছিলেন মুমিনুল হক। পরে স্লিপে সুযোগ দিয়েছিলেন আরেকবার। দুবারই বেঁচে যান অভিজ্ঞ ব্যাটার। জীবন পেয়ে ধীরে-সুস্থে খেলে পেরিয়েছেন পঞ্চাশ। শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমও পান জীবন। আইরিশ ফিল্ডারদের ব্যর্থতায় দ্বিতীয় সেশনে কোন বিপর্যয়ে পড়েনি বাংলাদেশ।
মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান। ১০৮ বলে ৪৭ রান নিয়ে মুশফিক ও ১২৫ বলে ৬২ রান করে ক্রিজে আছেন মুমিনুল। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে এসেছে ৯৭ রান।
লাঞ্চের পর ব্যক্তিগত ২৩ রানে থাকা মুমিনুল ম্যাকব্রিনের স্পিনে স্লগ সুইপ করতে গিয়ে উঠান সহজ ক্যাচ। সেই ক্যাচ পড়ে যাওয়ার পর ৩৪ রানে স্লিপে আবার ক্যাচ দিয়ে বাঁচেন তিনি। মুশফিক থিতু হতে সময় নেন, নিজেকে অনেকটা সময় গুটিয়ে রাখেন তিনি। অভিষিক্ত লেগ স্পিনার গাভিন হোয়ের লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে বলে কিপারের গ্লাভসে ক্যাচ দিয়েছিলেন মুশফিক।
২২ রানে থাকা মুশফিকের ক্যাচ রাখতে পারেননি লোরকান টাকার। ৯২ বলে ফিফটি স্পর্শ করেন মুমিনুল। মুশফিকের লাগছে আরও বেশি সময়। দুজনেই মেরেছেন কেবল একটা করে চার। অর্থাৎ নিজেদের কতটা তারা গুটিয়ে রেখেছেন এই পরিসংখ্যান থেকে বোধগম্য।