সাকিবের আশা ৪০০ উইকেট পাবেন তাইজুল

By ক্রীড়া প্রতিবেদক
23 November 2025, 03:50 AM

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগেই অনেকটা অনুমিত ছিলো এই টেস্টেই তাইজুল ইসলাম ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে। হলোও তাই। চতুর্থ দিনে অ্যান্ডি বালবার্নিকে আউট করেই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান তাইজুল। যাকে ছাড়িয়ে চূড়ায় উঠলেন সেই সাকিব অভিনন্দন জানিয়েছেন তাইজুল। সাকিবের আশা আরও বড়, তিনি মনে করেন উইকেট সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবেন এই বাঁহাতি স্পিনার।

শনিবার রেকর্ড ভাঙার পর ফেসবুকে সাকিব লিখেছেন, 'অভিনন্দন তাইজুল। ক্যারিয়ার শেষ হওয়ার আগেই তোমাকে ৪০০ টেস্ট উইকেট নিতে দেখব। শুভকামনা।'

৫০৯ রানের লক্ষ্যে নামা আয়ারল্যান্ডের ইনিংসে শুরুতেই হানা দেন তাইজুল। লাঞ্চের পর অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ আউট করেই তিনি রেকর্ডটি নিজের করে নেন। পরে নেন আরও দুই উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে আড়াইশও উইকেটও হতে যাচ্ছে তারই।

তৃতীয় দিনে চার উইকেট নিয়ে সাকিবের ২৪৬ উইকেটের পাশে সমতায় পৌঁছানো তাইজুল ৫৬তম টেস্টে এসে এই মাইলফলকে পৌঁছান। একই সংখ্যক উইকেট পেতে সাকিবের ম্যাচ লেগেছিল ৭১টি।

গত এক বছরে টেস্ট ক্রিকেটে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তাইজুল—আট ম্যাচে ৩৭টি।

দিনের খেলা শেষে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল অবশ্য কাউকেই এককভাবে সেরা বলতে চাইলেন না, 'আমি বলব, যে যার সময়ে খেলেছে, সেই সময়েই সে ছিল সেরা। এখন সেরা তাইজুল। রফিক ভাই তার সময়ে সেরা ছিলেন। সাকিব তো বিশ্বমানের… এশিয়ায় খেলতে গেলে তাইজুলের গুরুত্ব অনেক বেশি। সবাই এভাবেই দেখে।'

বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি:

তাইজুল ইসলাম – ২৪৯ উইকেট (৫৭ ম্যাচ)

সাকিব আল হাসান – ২৪৬ উইকেট (৭১ ম্যাচ)

মেহেদি হাসান মিরাজ – ২০৯ উইকেট (৫৬ ম্যাচ)

মোহাম্মদ রফিক – ১০০ উইকেট (৩৩ ম্যাচ)

মাশরাফি বিন মুর্তজা – ৭৮ উইকেট (৩৬ ম্যাচ)