সেশন লম্বা হলেও টিকে গেল আয়ারল্যান্ড, বাড়ল অপেক্ষা

By ক্রীড়া প্রতিবেদক
23 November 2025, 05:55 AM
UPDATED 23 November 2025, 12:04 PM

সাড়ে ১১টায় হওয়ার কথা লাঞ্চ বিরতি। আয়ারল্যান্ডের আর ২ উইকেট বাকি আছে দেখে আম্পায়াররা ২০ মিনিট বাড়ালেন সেশনের সময়। বাড়তি সময়েও টিকে থেকে দৃঢ়তা দেখাল আয়ারল্যান্ড। তাতে বড় ভূমিকা নিলেন ফিফটি করা কার্টিস ক্যাম্পের।

মিরপুর টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে খেলা হলো ৩৯ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৮৭ রান। ক্যাম্পের ৬৩ ও গাভিন হোয়ে ১৮ রান নিয়ে ক্রিজে আছেন।

আগের দিনের ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলতে নামে আয়ারল্যান্ড। বাংলাদেশ ছিলো উইকেটের খুঁজে, আইরিশরা চেষ্টা করছিল যতক্ষণ পারা যায় লড়াই চালাতে। লড়াই তারা ঠিকই চালিয়ে গেল। 

সেই লড়াইয়ে অগ্রনী ভূমিকা নেন ক্যাম্পের। অ্যান্ডি ম্যাকব্রিনকে নিয়ে দিনের প্রথম ৪০ মিনিট কাটিয়ে দেন। ধৈর্যচ্যুতি ঘটা ম্যাকব্রিন তাইজুলের বলে কুপোকাত হন এলবিডব্লিউ হয়ে। তার উইকেট ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

ভাঙে ১০৫ বলে ২৬ রানের জুটি। এরপর জর্ডান নেইলকে নিয়ে ৪৮ রানের আরেক জুটি গড়েন ক্যাম্পের। নেইলই করেন বেশি রান। ৪৬ বলে ৩০ করার পর মিরাজের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন নেইল। 

লাঞ্চের আগে হোয়েও গড়েছেন জুটি। ক্যাম্পের হোয়ের জুটিতে ৬৯ বলে এসেছে ২৬ রান। বাংলাদেশের জেতার পথে বড় কোন সংশয় না থাকলেও আইরিশদের লড়াই দেখার মতন।