কোহলির সর্বোচ্চ ফিফটির রেকর্ডে ভাগ বসালেন বাবর
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৮টি ফিফটির রেকর্ড এতদিন এককভাবে ছিল বিরাট কোহলির। এই সংস্করণ থেকে গত বছর অবসরে যাওয়া ভারতের কিংবদন্তির কীর্তিতে এবার ভাগ বসালেন বাবর আজম।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন পাকিস্তানের ডানহাতি তারকা ব্যাটার। তিনে নেমে ৪২ বলে ফিফটি ছোঁয়ার পর গতি বাড়ান তিনি। সিকান্দার রাজার শিকার হওয়ার আগে ৫২ বল মোকাবিলায় তিনি মারেন সাতটি চার ও দুটি ছক্কা।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার পর থেকে ছন্দে আছেন বাবর। ছয় ইনিংসের মধ্যে এটি তার দ্বিতীয় ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক বাবরের ফিফটি হলো মোট ৩৮টি (১২৭ ইনিংসে)। সমান সংখ্যক ফিফটি আছে কোহলির নামের পাশে (১১৭ ইনিংসে)। এই সংস্করণে বাবর সেঞ্চুরি করেছেন তিনটি, কোহলি শতক ছুঁয়েছেন একবার।
৩১ বছর বয়সী বাবরের রেকর্ডের ম্যাচে শেষ হাসি হেসেছে পাকিস্তান। ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দেখায় তারা জিতেছে ৬৯ রানে। টানা তিন জয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমান আলী আগার দল। প্রতিযোগিতার আরেক দল শ্রীলঙ্কা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রানের বড় পুঁজি গড়ে পাকিস্তান। বাবরের পাশাপাশি ফিফটি করেন সাহিবজাদা ফারহান। ৪১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। সাতে নেমে তাণ্ডব চালিয়ে ২৭ রানে অপরাজিত থাকেন ফখর জামান। ১০ বল খেলে একটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি।
রান তাড়ায় ১৯ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাদের ইনিংসের দশম ওভারে হ্যাটট্রিক করেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা উসমান তারিক। এই অফ স্পিনার চার ওভারে ১৮ রানে নেন ৪ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
এই সংস্করণের ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ নেওয়া পাকিস্তানের চতুর্থ বোলার তারিক। এর আগে দলটির হয়ে ফাহিম আশরাফ (২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে), মোহাম্মদ হাসনাইন (২০১৯ সালে একই দলের বিপক্ষে) ও মোহাম্মদ নাওয়াজ (গত বছর আফগানিস্তানের বিপক্ষে) টানা ৩ বলে ৩ উইকেট নেন।