কোনো পজিশনে কেউই ‘স্থিতিশীল’ না
সাদা বলের ক্রিকেটে গত বছর দুয়েক ধরে নিয়মিত ওপেন করার সুযোগ পাচ্ছেন তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দ্বি-পাক্ষিক সিরিজে নিয়মিত রানে আছেন তিনি। ওপেনিংয়ে নেমে রান পেলেও এটাই তার স্থিতিশীল ব্যাটিং পজিশন মনে করেন না বাঁহাতি ব্যাটার। এমনকি তাদের দলের কারোরই নাকি ব্যাটিং অর্ডার স্থিতিশীল নয়। সেটা বদল হয় পরিস্থিতির দাবিতে।
আসন্ন বিপিএলের ঠিক পর পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে জাতীয় দল হিসেবে আলাদা ক্যাম্প করার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে বিপিএলের আগে পাওয়া সময়টা তাই কাজে লাগাচ্ছেন ক্রিকেটাররা। অধিনায়ক লিটন দাস আছেন ছুটিতে দেশের বাইরে, কেউ কেউ খেলছেন জাতীয় লিগের প্রথম শ্রেণীর আসরে। তবে তানজিদ, পারভেজ হোসেন ইমনদের প্রস্তুতি বিশ্বকাপ ঘিরে। সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে নিয়ে একাডেমি মাঠে চলছে তাদের স্কিল বাড়ানোর কাজ।
এই বিশেষ ক্যাম্পে আসলে কী হচ্ছে রোববার তার একটা ধারণা দেন তানজিদ, 'খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএল-এর পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সেই বিষয়ে কাজ করছি। সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কী গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেন—পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।'
'ম্যাচের পরিস্থিতি নিয়ে কাজ করা হচ্ছিল—যে কোন বোলার কেমন ফিল্ডিং সেটআপ করতে পারে, কোন ফিল্ডার কোথায় থাকবে, এবং এর মাঝে আমরা কীভাবে গ্যাপ বের করতে পারি। লো রিস্কে আমরা অনেক সময় হাই রিস্ক নিয়ে ফেলি, যার কারণে হয়তোবা দ্রুত দুই-তিনটি উইকেট পড়ে যায়। এখানে লো রিস্কে কীভাবে বাউন্ডারি মারব এবং রান যাতে আটকে না থাকে, আমরা যাতে সাবলীল ব্যাটিং করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।'
আইরিশদের বিপক্ষে সিরিজে পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের সঙ্গে ওপেন করেছেন তানজিদ। তার জায়গা স্থিতিশীল থাকলেও সাইফ দুই ম্যাচ খেলেছেন চারে, শেষ ম্যাচে করেন ওপেন। পারভেজ আবার দুই ম্যাচ ওপেন করে শেষ ম্যাচে নামেন চারে।
৪৫টি টি-টোয়েন্টি খেলে কেবল দুই ম্যাচে তিনে নেমেছিলেন তানজিদ, বাকি সব ম্যাচেই ওপেনিংয়ে নামার সুযোগ পান তিনি। তবু দলের স্বার্থে যেকোনো পজিশনে ব্যাট করার ইচ্ছা জানিয়ে রাখলেন বাঁহাতি ব্যাটার, 'আসলে এখানে কেউই স্থিতিশীল না। দলের জন্য যখন যাকে যেখানে দরকার হবে, সে সেই পজিশনেই খেলবে। গত সিরিজেও আপনারা দেখেছেন যে একজন ওপেনার ব্যাটসম্যানকে তিন-চার নম্বরে খেলানো হয়েছে। আমার মনে হয় এখানে স্থিতিশীল বলে কিছু নেই। দলের কাছে যেটা ভালো মনে হবে, সেটাই আর কী।'