বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে ‘দরকার হলে আইসিসিতে যোগাযোগ’ করবে বিসিবি

By ক্রীড়া প্রতিবেদক
3 January 2026, 14:34 PM

রাজনৈতিক অস্থিরতার জেরে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে—বাংলাদেশ দল কি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে? তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মোস্তাফিজের বাদ পড়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বোর্ড। পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির অবস্থান এখনো স্পষ্ট নয়। সভাপতি জানিয়েছেন, প্রয়োজনে এ বিষয়ে আইসিসির সাথে যোগাযোগ করা হবে।

এবারের আইপিএল নিলামে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় কিছু সমর্থকের দাবির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআর-কে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে গুঞ্জন ওঠে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পেসারকে বাদ দেওয়ার খবর জানানো হয়।

সিলেটে এক অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, 'ব্যাপারটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের কাউন্টারপার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির তত্ত্বাবধানে খেলি। মোস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল—এটুকু তথ্য আমাদের কাছে আছে। এরপর কোনো অফিশিয়াল বিবৃতি বা তথ্য আমরা পাইনি। পাওয়ার পর আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব।'

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা উদ্বেগের প্রশ্নে তিনি বলেন, 'আমি একটা কুইক উত্তর দিচ্ছি, যেটা হচ্ছে শর্ট; টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব। এই মুহূর্তে নির্দিষ্ট করে প্রশ্নের উত্তর দিতে পারছি না, দুঃখিত। আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে কথা বলব।'

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন পরে ব্যাখ্যা দেন, 'ছোট করা হচ্ছে বা এই ধরনের ব্যাপারগুলো থেকে আমরা বেরিয়ে আসি। এই ধরনের অভিজ্ঞতা আগে আমাদের ছিল না। এটি প্রথমবার। আমাদের কাউন্টারপার্ট থেকেও আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারিনি। কিছু না জানা পর্যন্ত তো কোনো অ্যাকশন নিতে পারছি না। আমরা যেটা বলছি, আমাদের ক্রিকেটারদের মর্যাদা ও নিরাপত্তা সবসময় আমাদের প্রাধান্য। সেটির জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্ত আমরা নেব, সময়মতো।'