একুশে পদক পাচ্ছে নারী ফুটবল দল

By ক্রীড়া প্রতিবেদক
6 February 2025, 12:28 PM
UPDATED 6 February 2025, 19:14 PM

দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশ নারী ফুটবল দল। ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের পদত্যগের দাবিতে সোচ্চার জাতীয় দলের ১৮ খেলোয়াড়। তবে এই বিতর্কের মাঝে নতুন করে শিরোনাম হলো দলটি। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদকের ক্রীড়া বিভাগে মনোনীত করেছে সরকার।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে একুশে পদক ২০২৫ এর জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করে কর্তৃপক্ষ। গত বছরে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছে নারীরা। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে পরপর শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

লাল-সবুজের এই নারী দলের পাশাপাশি আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি সাহিত্যে, সংস্কৃতিতে, সমাজসেবায়, সাংবাদিকতায় এবং জাতীয় গুরুত্ববাহী অন্যান্য ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই পদক পাচ্ছেন।

মহান ২১ ফেব্রুয়ারির নামানুসারে দেওয়া হয় একুশে পদক, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি বাংলাদেশে বেসামরিক নাগরিকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ভাষা আন্দোলনে বাংলার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।