প্রথমার্ধেই বাহরাইনের জালে বাংলাদেশের ৫ গোল

By স্পোর্টস ডেস্ক
29 June 2025, 13:20 PM
UPDATED 29 June 2025, 19:54 PM

আক্রমণ উঠলেই যেন মিলবে গোল! বাহরাইনের বিপক্ষে এমন ক্ষুরধার পারফরম্যান্সই দেখাল বাংলাদেশ নারী ফুটবল দল। বিরতির আগেই পিটার বাটলারের শিষ্যরা জাল খুঁজে নিল পাঁচবার। ব্যবধান আরও বেশি হলেও অবাক হওয়ার কিছু ছিল না!

রোববার ইয়াঙ্গুনে ২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের 'সি' গ্রুপের ম্যাচে বাহরাইনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে তারা এগিয়ে আছে ৫-০ গোলে।

জোড়া গোল আসে ফরোয়ার্ড তহুরা খাতুনের পা থেকে। তিনি যোগ করা সময়ের দ্বিতীয় ও চতুর্থ মিনিটে লক্ষ্যভেদ করেন। এর আগে গোল উৎসবের সূচনা করেন উইঙ্গার শামসুন্নাহার জুনিয়র। তিনি দশম মিনিটে জাল কাঁপানোর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। ৪০তম মিনিটে গোলদাতাদের তালিকায় নাম ওঠান মিডফিল্ডার কোহাতি কিসকু।

ফিফা র‍্যাঙ্কিং অনুসারে বাহরাইনের নারীরা বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে। তবে মাঠের খেলা দেখলে উল্টোটা মনে হওয়াই স্বাভাবিক। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে স্রেফ দর্শক বানিয়ে রাখে লাল-সবুজ জার্সিধারীরা। তাদের গতির সঙ্গে কোনোমতেই পেরে ওঠেনি মধ্যপ্রাচ্যের দলটি।

'সি' গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হলো স্বাগতিক মায়ানমার ও তুর্কমেনিস্তান। প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দল আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের টিকিট পাবে।