আগামী বছর ফুটসাল চ্যাম্পিয়নশিপ চালু করতে যাচ্ছে সাফ
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আগামী বছর প্রথমবারের মতো পুরুষ ও নারী বিভাগে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে।
রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে, টুর্নামেন্টটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত।
সাফের মহাসচিব পুরুষোত্তম কাট্টেল এই বিজ্ঞপ্তিতে বলেন, 'ফিফার সদস্য হিসেবে সব জাতীয় সংস্থারই ফুটবলের পাশাপাশি ফুটসাল ও বিচ সকারে সক্রিয় অংশগ্রহণের কথা। তবে দুর্ভাগ্যজনকভাবে দক্ষিণ এশিয়া এসব ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে।'
তিনি আরও বলেন, 'আমরা দেখেছি, অন্যান্য অঞ্চলের তুলনায় ফুটসালে জড়িত কর্মকর্তার সংখ্যা আমাদের অঞ্চলে খুবই কম। তাই আমাদের জন্য ফুটসালের উন্নয়নে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।'
কাট্টোলি যোগ করেন, 'নির্বাহী কমিটি ইতামধ্যে (ফুটসাল চ্যাম্পিয়নশিপ আয়োজনের) সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই ঐতিহাসিক আয়োজনের জন্য আমরা ফিফা ও এএফসির (এশিয়ান ফুটবল কাউন্সিল) সহযোগিতার প্রতি কৃতজ্ঞ।'