মাইলফলক ছুঁয়ে গার্দিওলা বললেন, ‘ফার্গুসন ও ওয়েঙ্গারকে ডিনারে আমন্ত্রণ জানাব’
কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫০টি জয়ের মাইলফলক স্পর্শ করা এমন একটি অর্জন, যা বিশেষ উদযাপনের দাবি রাখে।
রোববার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলের জয়ের পর সেই উদযাপনের পরিকল্পনাই করছেন পেপ গার্দিওলা। এই জয়ের মাধ্যমে তিনি প্রবেশ করেছেন একটি বিশেষ ক্লাবে— এমন কোচদের তালিকায়, যারা একটিমাত্র ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে ২৫০টি ম্যাচে জয় পেয়েছেন।
এতদিন এই কীর্তি ছিল কেবল দুজন কিংবদন্তির— স্যার অ্যালেক্স ফার্গুসন (ম্যানচেস্টার ইউনাইটেড) ও আর্সেন ওয়েঙ্গারের (আর্সেনাল)। তৃতীয় কোচ হিসেবে তাদের অর্জনে ভাগ বসানো গার্দিওলা উদযাপনের জন্য একটি অতিথি তালিকা তৈরি করেছেন, যা ফুটবলপ্রেমীদের জন্য স্বপ্নের মতো।
ম্যাচের পর ম্যান সিটির স্প্যানিশ কোচ গণমাধ্যমকে বলেছেন, 'স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারের পাশে নিজের নাম থাকা এক বিরাট সম্মান। আমি তাদের দুজনকেই একদিন ভালো ডিনারে আমন্ত্রণ জানাব।'
ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে টানা দশম মৌসুম কাটাতে থাকা গার্দিওলা যোগ করেছেন, 'প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন একটি অধ্যায়ের অংশ হতে পারা সত্যিই আনন্দের। এখন লক্ষ্য হলো আরও ২৫০ট জয়।'
মাত্র ৩৪৯টি ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন গার্দিওলা, যা ইতিহাসে দ্রুততম। তিনি এটি করেছেন ফার্গুসনের (৪০৪) চেয়ে ৫৫ ম্যাচ কম কোচিং করিয়ে। ২৫০টি জয়ের জন্য ওয়েঙ্গারের লেগেছিল ৪২৪ ম্যাচ।
১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর ডেভিড ময়েসও ২৫০টি জয়ের মালিক। তিনি অবশ্য সেটা করেছেন একাধিক ক্লাবের কোচ হিসেবে। সব মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে এই মাইলফলক ছোঁয়া ১৭তম কোচ গার্দিওলা।
ব্রেন্টফোর্ডের মাঠে ম্যান সিটির জয়ের নায়ক আর্লিং হালান্ড। ম্যাচের নবম মিনিটে তার পা থেকে আসে জয়সূচক গোলটি। এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে তার গোল হলো নয়টি, সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে ১২টি।