বিধ্বস্ত বার্সেলোনা: হার মেনে সামনে তাকাতে বললেন ফ্লিক
সেভিয়ার কাছে রোববার রাতে রীতিমতো ধরাশায়ী হয়েছে শিরোপাধারী বার্সেলোনা। চলতি মৌসুমের লা লিগায় এটি তাদের প্রথম হার। তবে বার্সার কোচ হান্সি ফ্লিক এই ফলকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে হেরেছে কাতালানরা। সেভিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন আলেক্সিস সানচেজ, ইসাক রোমেরো, হোসে আনহেল কারমোনা ও অ্যাকর অ্যাডামস। বার্সার একমাত্র গোলটি আসে মার্কাস র্যাশফোর্ডের পা থেকে।
স্কোরলাইন যখন ছিল ২-১, তখন ৭৬তম মিনিটে সমতা টানার বড় সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। রবার্ত লেভানদোভস্কি পেনাল্টি মিস করে বাড়ান হতাশা। শেষদিকে আরও দুবার জাল কাঁপিয়ে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
ম্যাচের পর শিষ্যদের মনোবল চাঙা করতে ফ্লিক বলেন, 'আজকের এই অনুভূতিটাই আমাদের পুরো মৌসুমের জন্য প্রেরণা হতে হবে। আমি প্রতিটি শিরোপার জন্য লড়তে চাই। আমরা একটি অসাধারণ ক্লাবের হয়ে এমন সমর্থকদের জন্য খেলি, যারা এই হারের পর কষ্ট পাচ্ছেন। কিন্তু আমাদের এটা মেনে নিয়ে সামনে তাকাতে হবে।'
লা লিগায় বার্সেলোনার বিপক্ষে টানা ১৯ ম্যাচ (৪ ড্র, ১৫ হার) জয়হীন থাকার ব্যর্থতার ধারা শেষ করেছে সেভিয়া। দুই দলের লড়াইয়ে ২০১৫ সালের অক্টোবরের পর এটাই তাদের প্রথম জয়। সবশেষ টানা সাতটি ম্যাচেই বার্সার কাছে হেরেছিল তারা।
দলের পারফরম্যান্স নিয়ে কাতালানদের জার্মান কোচ বলেন, 'প্রথমার্ধটা ভালো কাটেনি। সেভিয়া খুব আক্রমণাত্মক কায়দায় খেলেছে। আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো খেলেছি। কিন্তু প্রতিপক্ষ আরও বেশি গোল করেছে।'
৮ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। ১৩ পয়েন্ট পাওয়া সেভিয়া আছে ছয় নম্বরে।
সামনে থাকা পথের দিকে দৃষ্টি রেখে ফ্লিক বলেন, 'এই হারের পর সবচেয়ে জরুরি হলো, আমরা যেন একসঙ্গে থাকি। আমরা ভালো একটি দল। আন্তর্জাতিক বিরতি শেষে ফিরে এসে আমরা প্রতিটি শিরোপার জন্য লড়ব।'
সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সার টানা দ্বিতীয় হার। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে পিএসজির কাছে ২-১ গোলে পরাস্ত হয়েছিল তারা। আন্তর্জাতিক বিরতির পর তাদের প্রথম ম্যাচ আগামী ১৮ অক্টোবর, লা লিগায় জিরোনার বিপক্ষে।