হামজার দারুণ গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধ্বের শেষ দিকে আক্ষেপ
আগের দিন হংকং-চায়নার কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেছিলেন, হামজা চৌধুরী তার দলে থাকলে একাদশেই ঠাঁই পেতেন না। বাংলাদেশের সেরা তারকা মাঠে নেমেই জবাব দিলেন প্রতিপক্ষের কোচকে। ফ্রি-কিক থেকে তার করা অসাধারণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে বিরতির ঠিক আগে গোল হজম করেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে রোমাঞ্চে ভরা ৪৫ মিনিট শেষে ম্যাচের ফল ১-১। বাংলাদেশের হয়ে ১৩ মিনিটে গোল করেন হামজা, প্রথমার্ধের যোগ করা সময়ে গোল শোধ দেন এভারটন কামারাগো।
ম্যাচের ২০ সেকেন্ডেই ফাউল করে হলুদ কার্ড দেখেন রাকিব। প্রথম কয়েক মিনিট আক্রমণ করে হংকং। ৭ মিনিটে জুনিনহোর শট বার ঘেঁষে বাইরে যায়। নবম মিনিটে আক্রমণে উঠে সুযোগ তৈরি করলেও ধার ছিলো না বাংলাদেশের।
১৩ মিনিটে আসে কাঙ্খিত মুহূর্ত। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন হামজা চৌধুরী। পরের মিনিটেই সুযোগ পেয়েছিল হংকং। জুনিনহোর শট কোনরকমে ঠেকান মিতুল মারমা। ১৮ মিনিটে বাম প্রান্তে বক্সের ঠিক বাইরে থেকে হংকংয়ের এভারটনের নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য বাইরে যায়।
এরপর দুই দল বেশ কিছু আক্রমণ করলেও গোলের তেমন নিশ্চিত সুযোগ আসেনি। তবে বাংলাদেশকে দেখা যায় বেশ শক্ত-পোক্ত। প্রতিপক্ষকে চেপে ধরার পরিস্থিতি তৈরি করেন হামজারা। এসবের মাঝে সুযোগের অপেক্ষায় ছিলো প্রতিপক্ষ। ৩৯ মিনিটে এভারটনের শট বার ঘেঁষে বাইরে গেলে ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। এভারটন বিপদের কারণ হন একদম বিরতির ঠিক আগে। জটলার মধ্যে বল পেয়ে জালে জড়িয়ে দেন তিনি।