‘বাঁচা-মরার’ লড়াইয়ের আগে পুরোপুরি ফিট তপু

By ক্রীড়া প্রতিবেদক
12 October 2025, 08:01 AM

অভিজ্ঞ সেন্টার-ব্যাক তপু বর্মণ জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ফিট। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলতে প্রস্তুত আছেন। 

মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বে মাত্র তিনটি ম্যাচ বাকি থাকায় এই ম্যাচ হারলেই সম্ভাবনা শেষ হয়ে যাবে বাংলাদেশের। এমন ম্যাচের আগে তিনি জোর দিয়ে বলেছেন, দল আর কোনো পয়েন্ট হারানোর সুযোগ নিতে পারবে না।

বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার আগের ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। এবার তিনি শুরু থেকেই মাঠে নামতে প্রস্তুত, কারণ বাংলাদেশ দল টানা তিন ম্যাচে দুই পরাজয়ের পর তাদের অভিযান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার ঢাকায় দারুণ লড়াইয়ের পর হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে স্বাগতিক দল, বর্তমানে গ্রুপ 'সি'-এর তলানিতে আছে মাত্র এক পয়েন্ট নিয়ে। অন্যদিকে হংকং সাত পয়েন্ট নিয়ে শীর্ষে।

শনিবার সকালে হংকং পৌঁছানোর পর বাংলাদেশ দল গতকাল ম্যাচ ভেন্যুতে হালকা রিকভারি সেশন সম্পন্ন করে। পরে এক ভিডিও বার্তায় তপু বলেন, 'শেষ ম্যাচের ফলাফলটা খেলোয়াড় ও সমর্থক সবার জন্যই অপ্রত্যাশিত ছিল। এটা হতাশাজনক, কিন্তু আমাদের সেটা ভুলে যেতে হবে এবং ১৪ তারিখের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।' নিজের ফিটনেস সম্পর্কে তপু বলেন, 'আমি এখন শতভাগ ফিট এবং খেলতে পুরোপুরি প্রস্তুত।'

বাংলাদেশ আগের ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে থেকেও অসাধারণভাবে ফিরে আসে এবং ইনজুরি টাইমের নবম মিনিটে শমিত সোমের দুর্দান্ত হেডে সমতা আনে। কিন্তু মাত্র এক মিনিট পর রাফায়েল মার্কিস হ্যাটট্রিক পূর্ণ করে হংকংকে নাটকীয় জয় এনে দেন।

তপুর মতে, ম্যাচের শেষ মুহূর্তগুলোয় দলের পেশাদারিত্বের ঘাটতি ছিল, 'আমাদের আরও মনোযোগী থাকা উচিত ছিল। শেষ ৩০ সেকেন্ডে গোল খাওয়া এড়ানো যেত। তখন আমাদের খেলার গতি কমিয়ে একটু বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামলাতে হতো। আমরা সবাই পরের ম্যাচে ভালো করতে চাই, কারণ জয়ের বিকল্প এখন আর নেই।'