পুয়ের্তো রিকোকে ৬ গোল দিল মেসির আর্জেন্টিনা
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ে ১৫৫ নম্বরে থাকা পুয়ের্তো রিকো যে দাঁড়াতেই পারবে না এমন আভাস আগেই ছিলো, হয়েছেও তাই। আগের ম্যাচ না খেলা অধিনায়ক লিওনেল মেসি ফিরেই করলেন দুটি অ্যাসিস্ট, আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হলো পুয়ের্তো রিকো।
মঙ্গলবার রাতে ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচটি মূলত সোমবার শিকাগোতে হওয়ার কথা ছিল, কিন্তু আয়োজকরা টিকিট বিক্রি কম হওয়া অথবা শহরে অভিবাসনবিরোধী অভিযানকে কারণ হিসেবে দেখিয়ে এটি মায়ামিতে সরিয়ে নেয়।
নিজের এমএলএস ঘরের মাঠে খেলতে নেমে মেসি একটি চমৎকার লবে গঞ্জালো মন্টিয়েলকে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করতে সাহায্য করেন। এরপর ৮৩তম মিনিটে একটি দারুণ ব্যাক পাসের মাধ্যমে লাউতারো মার্টিনেজকে তার জোড়া গোল (ব্রেস) পূর্ণ করার সুযোগ করে দেন।
একপেশে এই ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দুবার গোল করেন, এবং পুয়ের্তো রিকোর একটি আত্মঘাতী গোলও স্কোরবোর্ডে যোগ হয়। এই জয়ের আগে আর্জেন্টিনা গত সপ্তাহে মায়ামিতে ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল, যে ম্যাচে মেসি খেলেননি।
কোচ লিওনেল স্কালোনি তার অধিনায়কের প্রস্তুতি ও নেতৃত্বের প্রশংসা করে বলেন, 'গতকাল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে খেলার জন্য প্রস্তুত কিনা, এবং সে হ্যাঁ বলেছিল। এটা আমাদের জন্য সবসময়ই আনন্দের।'
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫৫তম স্থানে থাকা পুয়ের্তো রিকো দলে বেশ কয়েকজন কলেজ খেলোয়াড় ছিল, তবে তারা মাঝে মাঝে নিজেদের উদ্দীপনা দেখিয়েছে।
আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রস্তুতির অংশ ছিল এই ম্যাচ। শিরোপা রক্ষার মিশনে নামার আগে স্কালোনি নিজেদের কৌশলগুলো পরিমার্জন করছেন এসব ম্যাচে।