থাইল্যান্ডের কাছে ঋতুপর্ণা-আফঈদাদের হার

By স্পোর্টস ডেস্ক
24 October 2025, 13:51 PM
UPDATED 25 October 2025, 13:04 PM

দীর্ঘ এক যুগ পর শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা সুখকর হলো না। দুই দলের দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুক্রবার ব্যাংকক থনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

কোচ পিটার বাটলারের দল আগামী বছর অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ড সফরে রয়েছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে স্বাগতিকরা রয়েছে ৫৩ নম্বরে, আর বাংলাদেশের অবস্থান ১০৪তম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ঢঙে থাকা থাইল্যান্ড প্রথম সুযোগেই গোলের দেখা পায়। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে ওরাপিন ওয়েনগোয়েন স্বাগতিকদের এগিয়ে দেন।

২৩তম মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা। চার মিনিট পর তার গ্লাভসে থেমে যায় আরেকটি প্রচেষ্টা।

৩৪তম মিনিটে সমতায় প্রায় ফিরেই গিয়েছিল বাংলাদেশ। দূরপাল্লার একটি শটে গোলের সুবাস এনে দেন মিডফিল্ডার মনিকা চাকমা। কিন্তু তার ৪০ গজ দূর থেকে নেওয়া শটটি দুর্ভাগ্যজনকভাবে পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পরও গোলপোস্টের নিচে রূপনার নৈপুণ্য অব্যাহত থাকে। ৪৯তম মিনিটে একটি দুর্দান্ত সেভে আবারও দলকে বাঁচান তিনি। তবে দুই মিনিট পর আর রুখতে পারেননি থাইল্যান্ডের বদলি ফরোয়ার্ড সাওয়ালাক পেংনামকে। লিড দ্বিগুণ হয় স্বাগতিকদের।

এরপর ৫৯তম মিনিটে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে রূপনা দারুণভাবে রুখে দেন প্রতিপক্ষকে। কিন্তু ম্যাচের শেষদিকে ৮৬তম মিনিটে পাত্তারানান আউপাচাই জাল কাঁপিয়ে থাইল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের ৮৯তম মিনিটে সুযোগ এসেছিল ব্যবধান কমানোর। তবে শামসুন্নাহার জুনিয়রের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়।

ম্যাচটি কোনো প্ল্যাটফর্মেই সরাসরি সম্প্রচার করা হয়নি। গোলরক্ষক হিসেবে খেলেন রূপনা। রক্ষণভাগে ছিলেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার ও কোহাতি কিসকু। মাঝমাঠে খেলেন মনিকা, মারিয়া মান্ডা ও মুনকি আক্তার। আর তিন ফরোয়ার্ড হিসেবে ছিলেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

দ্বিতীয়ার্ধে ইংলিশ কোচ বাটলার মোট ছয়টি পরিবর্তন করেন। তহুরা, মুনকি, শিউলি, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা ও আফঈদার জায়গায় মোসাম্মৎ সাগরিকা, শাহেদা আক্তার রিপা, জয়নব বিবি রিতা, নবিরন খাতুন, হালিমা আক্তার ও সিনহা জাহান শিখা মাঠে নামেন।

দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।