এমবাপে, বেলিংহামের গোলে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো জিতল রিয়াল

By স্পোর্টস ডেস্ক
26 October 2025, 17:30 PM
UPDATED 26 October 2025, 23:42 PM

ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পেদ্রির দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে শুরু হলো উত্তেজনা, সাইড লাইনের পাশে প্রায় হাতাহাতিতে জড়ালেন কয়েকজন।  মূল ম্যাচে এর আগে কাজের কাজ করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে আর জুড বেলিংহামের করা গোলের লিড ধরে রেখেই মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর জয় নিশ্চিত করেছে তারা। এমবাপে পেনাল্টি মিস না করলে ব্যবধানও বড়ই হতে পারত।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে রিয়াল মাদ্রিদ ২-১ গোল হারিয়েছে বার্সেলোনাকে। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২২ মিনিটে প্রথম গোল করেন এমবাপে, ৩৮ মিনিটে ফারমিন লোপেজ ফেরান সমতা। ৪৩ মিনিটে বেলিংহামের গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ব্যর্থ হন এমবাপে। ফরাসি তারকার শট ঠেকিয়ে দেন পোল্যান্ডের গোলরক্ষক সেজনি।

এই জয়ের পর স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলেও শীর্ষে অবস্থান পোক্ত করেছে রিয়াল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট হলো ২৭, সমান ম্যাচে বার্সার পয়েন্ট ২২।