এমবাপের জোড়া গোল, রিয়ালের আরেকটি দারুণ রাত

By স্পোর্টস
2 November 2025, 04:16 AM

কিলিয়ান এমবাপে করলেন জোড়া গোল, জুড বেলিংহাম ও আলভারো কারেরাসও পেলেন গোল। ফলে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বাকিদের সঙ্গে ব্যবধান বাড়ালো রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জিতেছে ৪-০ গোলে। ১৯ ও ৩১ মিনিটে গোল পান এমবাপে। ৪৪ মিনিটে ব্যবধান তিনগুণ করেন বেলিংহ্যাম। ৮২ মিনিটে কারেরাস করেন চতুর্থ গোল।

মঙ্গলবার লিভারপুলের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে ঘরের মাঠে এই জয় পেয়েছে মাদ্রিদ।

গত সপ্তাহে এল ক্লাসিকো জয়ে বদলি করার পর অসন্তুষ্ট প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চাওয়া ভিনিসিয়ুস এই ম্যাচে রিয়ালের আক্রমণের বাঁ দিক সামলান। মাদ্রিদ কোচ জাবি আলোনসো দলকে পুরো শক্তিতে নামিয়েছিলেন, যদিও লিগ টেবিলে তাদের অবস্থান মজবুত এবং সামনেই অ্যানফিল্ড সফর।

লিগে টানা ছয় ম্যাচে জয়হীন ভ্যালেন্সিয়া (বর্তমানে ১৮তম) রক্ষণাত্মক কৌশলে খেলতে নামে এবং শুরুতে সেটি কার্যকরও মনে হচ্ছিল। তবে এদের মিলিতাওয়ের হেড সেজার তারেগার হাতে লাগায় ভিএআর পর্যালোচনার পর মাদ্রিদকে পেনাল্টি দেওয়া হয়।

গত সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে স্পট-কিক মিস করলেও এবার এমবাপে ঠান্ডা মাথায় গোলরক্ষক জুলেন আগিরেজাবালাকে ভুল পথে পাঠিয়ে গোল করেন। এটি ছিল তার মৌসুমের ১২তম লিগ গোল, যা তাকে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আরও এগিয়ে দিল।

এর কিছু পরেই এলো তার ১৩তম গোল। আরদা গুলার ডান দিক থেকে নিখুঁত ক্রস পাঠান, এমবাপে দারুণ ভলিতে সেটি জালে পাঠান। ম্যাচের শুরুর আগে এমবাপে সমর্থকদের সামনে তার গোল্ডেন বুট প্রদর্শন করেন, যা তিনি গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ লিগ গোলদাতা হিসেবে জিতেছেন।

ভিনিসিয়ুস প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারতেন, কিন্তু তার দুর্বল পেনাল্টি শট গোলরক্ষক আগিরেজাবালা সহজেই ঠেকিয়ে দেন। থিয়েরি কোরেইয়া কারেরাসকে ফাউল করলে আরেকটি পেনাল্টি পায় মাদ্রিদ। ভিনিসিয়ুস এমবাপেকে নিতে বলেন, কিন্তু শেষ পর্যন্ত বেলিংহামই দায়িত্ব নেন এবং দূর থেকে শক্তিশালী শটে বল পাঠান পোস্টের নিচের কোণে। গত দুই সপ্তাহে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড তারকা জুভেন্টাস ও বার্সেলোনার বিপক্ষেও গোল করেছিলেন।

দ্বিতীয়ার্ধে মাদ্রিদ সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৮২তম মিনিটে কারেরাস চতুর্থ গোলটি করেন—বাম দিক থেকে বক্সের ভেতর থেকে জোরালো শটে বল পাঠান জালের ডান কোণে, যা ছিল ম্যাচের সেরা গোল।

এই ম্যাচেও শেষ দিকে ভিনিসিয়ুসকে বদলি করে রদ্রিগোকে নামান আলনসো, এবার কোনো আপত্তি করেননি ব্রাজিলিয়ান তারকা।

এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল রিয়াল। সমান ম্যাচে দুইয়ে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।