প্রথমবার ব্রাজিল দলে ডাক পাওয়া কে এই জুবা?

By স্পোর্টস ডেস্ক
4 November 2025, 12:53 PM
UPDATED 4 November 2025, 19:05 PM

চলতি মাসে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল দলে নতুন মুখ একটি। দেশটির ঘরোয়ার লিগের ক্লাব বাহিয়াতে খেলা লেফট ব্যাক লুসিয়ানো জুবা প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডেরায়।

২৬ বছর বয়সী জুবা সব প্রতিযোগিতা মিলিয়ে বাহিয়ার হয়ে এই বছর খেলেছেন ৫৬ ম্যাচ। ডিফেন্ডার হলেও নিজে ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল। এমন পারফরম্যান্সের সুবাদে অভিজ্ঞ ইতালিয়ান কোচ আনচেলত্তির নজর কেড়েছেন তিনি।

দল ঘোষণার সময় পরিবারের সঙ্গে সোফায় বসে টিভিতে চোখ রেখেছিলেন জুবা। সেলেসাওদের কোচের কণ্ঠে তার নাম শোনার সঙ্গে সঙ্গেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন সবাই। আর তা হবেই না কেন, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার স্মরণীয় মুহূর্ত বলে কথা!

উচ্ছ্বসিত জুবা এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন নিজের অনুভূতি, 'শৈশব থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। যখন এই স্বপ্নটা অনেক দূরের বলে মনে হয়েছে, তখনও আমি কঠোর পরিশ্রম করে গেছি এবং আরও বড় কিছুর স্বপ্ন দেখে গেছি।'

তিনি যোগ করেছেন, 'আজ আমি গর্ব করে বলতে পারি, আমি শৈশবের সেই স্বপ্নটা উপভোগ করছি। ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছি এর সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত গৌরব ও সম্মান নিয়ে। আমি নিজের সবটুকু উজাড় করে দেব আমার দেশকে প্রতিনিধিত্ব করতে। চল একসাথে এগিয়ে যাই, ব্রাজিল!'

আনচেলত্তি জুবাকে নিয়ে বলেছেন, 'কৌশলগত দিক থেকে সে গুরুত্বপূর্ণ... মাঝমাঠেও খেলতে পারে। বাহিয়ার হয়ে সে ভালো খেলছে।'

আগামী ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে খেলতে যাওয়া ম্যাচ দুটির জন্য ঘোষিত স্কোয়াডে আরও চমক রয়েছে। তিন বছর পর দলে ফিরেছেন ফাবিনিয়ো। আল ইত্তিহাদের ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২২ বিশ্বকাপ। ফেরানো হয়েছে ভিতর রককেও। পালমেইরাসের ২০ বছর বয়সী ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ২০২৩ সালের মার্চে।

চোট কাটিয়ে দেড় মাস পর গত শনিবার রাতে সান্তোসের হয়ে মাঠে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমার এবারও ডাক পাননি। চোটের কারণে মাঠের বাইরে থাকা বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া ও লিভারপুলের গোলরক্ষক আলিসন অনুমিতভাবেই দলে নেই।

আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৯ নভেম্বর ফ্রান্সের লিলেতে তিউনিসিয়াকে মোকাবিলা করবে আনচেলত্তির শিষ্যরা।