শেষ মুহূর্তে ডাক পেলেন কিউবা, আগামীকাল আসছেন হামজা
প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বসুন্ধরা কিংসের তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল। ঘরের মাঠে নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ দুটির জন্য শেষ মুহূর্তে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করলেন কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচগুলো খেলতে আগামীকাল দুপুরে ঢাকায় আসছেন হামজা চৌধুরী, পরদিন রাতে পৌঁছাবেন শমিত সোম।
রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিউবার ডাক পাওয়ার খবরটি নিশ্চিত করেছে। তার সঙ্গে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির তরুণ উইঙ্গার মোর্শেদ আলী।
গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। এরপর গত বুধবার বাফুফে ঘোষণা করে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড। এবার ক্যাম্পে যুক্ত করা হয়েছে কিউবা ও মোর্শেদকে। মূলত অনুশীলন চলাকালে মোহাম্মদ ইব্রাহিম ও রহমত মিয়া চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় তাদেরকে ডাকা হয়েছে।
কিউবাকে ডাকার সিদ্ধান্তের ব্যাখ্যায় বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা সংবাদমাধ্যমকে বলেছেন, 'কিউবা ও মোর্শেদ দলে যোগ দিচ্ছে। কিউবার প্রতিভা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। (বসুন্ধরার হয়ে) খুব বেশি খেলার সময় না পাওয়ায় আগে তাকে ডাকা হয়নি। আপনারা জানেন, সবশেষ অনুশীলন ম্যাচে ইব্রাহিম ও রহমত চোট পেয়েছে। তাই আমরা স্টাফদের সঙ্গে আলোচনা করে দেখেছি, কোনটা সবচেয়ে ভালো বিকল্প হতে পারে। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্তে এসেছি, এখনই উপযুক্ত সময় কিছু সম্ভাবনাময় খেলোয়াড়কে সুযোগ দেওয়ার জন্য, যাদেরকে আমরা অনেকদিন ধরেই বিবেচনা করছিলাম।'
কিউবাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি, 'আমাদের ধীরে ধীরে এগোতে হবে, যেমনটা আমরা আগে ফাহামেদুল (ইসলাম) ও জায়ানের (আহমেদ) ক্ষেত্রে করেছি। কিউবার হাতে প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই— নেপাল ম্যাচের আগে মাত্র চারটি অনুশীলন সেশন এবং ভারতের বিপক্ষে ম্যাচের আগে সব মিলিয়ে সাতটি সেশন আছে। তবে আমরা আত্মবিশ্বাসী যে, সে আমাদের সঙ্গে (জাতীয় দলের ক্যাম্পে) থেকে আরও উন্নতি করবে। আমরা সবাই চাই, সে যেন ভালো পারফর্ম করে এবং আশা করছি, সে খেলার সুযোগ পাবে।'
আগামী ১৮ নভেম্বর ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
দুই তারকা মিডফিল্ডার— ইংল্যান্ড প্রবাসী হামজা ও কানাডা প্রবাসী শমিতের বাংলাদেশে আসার ব্যাপারে দলের ম্যানেজার আমের খান বলেছেন, 'হামজা আগামীকাল দুপুর ১২টায় আসবে। শমিত আসবে পরদিন রাত ১২টায়। মানে ওর পৌঁছাতে পৌঁছাতে ১২ নভেম্বর হয়ে যাবে।'