অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত তারকাকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত

By স্পোর্টস ডেস্ক
15 November 2025, 08:11 AM
UPDATED 15 November 2025, 14:22 PM

এশিয়ান কাপ ফুটবলে বাছাইপর্বে নিয়মরক্ষার ম্যাচ খেলতে বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ২৩ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন সম্প্রতি ভারতের নাগরিকত্ব পাওয়া অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত তারকা রায়ান উইলিয়ামস৷ 

১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলবে ভারত। 

এই ম্যাচ সামনে রেখে ব্লু টাইগার্সরা ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে ক্যাম্প করছিল এবং শনিবার সন্ধ্যায় তারা ঢাকায় পৌঁছাবে।

এই সফরে আছেন সম্প্রতি অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে ভারতীয় নাগরিকত্ব নেওয়া রায়ান। সফরের দলে থাকলেও ম্যাচডে স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়ার 'নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)' পাওয়া এবং পরবর্তীতে ফিফা ও এএফসির অনুমোদনের ওপর।

৩২ বছর বয়েসি রায়ান ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসিতে খেলেন। ইংলিশ ক্লাব ফুলহাম, পোর্টসমাউথ, বার্নলিতে খেলার অভিজ্ঞতা আছে তার।

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ -ভারত দুই দলই ছিটকে গেছে। ম্যাচটি তাই দুই দলের জন্যই মর্যাদার লড়াই। 

এএফসি এশিয়ান কাপ (সৌদি আরব ২০২৭) বাছাইপর্বের বাংলাদেশ সফরের জন্য ভারতের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক:
গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল।

রক্ষণভাগ:
আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউম্নাম, হমিংথানমাওইয়া রালতে, জয় গুপ্ত, প্রমভীর, রাহুল ভেকে, স্যান্ডেশ ঝিঙ্গান।

মিডফিল্ডার:
ব্রাইসন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড:
এডমুন্ড লালরিন্ডিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।

প্রধান কোচ: খালিদ জামিল