৩২ দল নিশ্চিত: আর কারা যাবে ২০২৬ বিশ্বকাপে?
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিট ইতোমধ্যে নিশ্চিত করেছে মোট ৩২টি দল। তবে এখনো অনেক স্লট খালি, আর সেগুলো দখল করতে বিশ্বের বিভিন্ন মহাদেশে চলছে উত্তেজনাপূর্ণ লড়াই। ইউরোপ, কনকাকাফ, এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া এবং দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে শেষ মুহূর্ত পর্যন্ত সমীকরণ বদলে যাচ্ছে। কোন দল কী পরিস্থিতিতে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে, তা নিয়েই এখন প্রতিটি ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা।
ইউরোপিয়ান অঞ্চলে ইতোমধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, পর্তুগাল ও নরওয়ে তাদের জায়গা নিশ্চিত করেছে। তবে বাকি দলগুলোর ভাগ্য নির্ভর করছে ১৭ ও ১৮ নভেম্বরের শেষ গ্রুপ ম্যাচগুলোতে। গ্রুপ 'এ'-তে জার্মানি কেবল স্লোভাকিয়ার বিপক্ষে হার এড়ালেই গ্রুপসেরা হবে, আর স্লোভাকিয়া জিতলেই তারাই উঠে যাবে।
গ্রুপ 'বি'-তে সুইজারল্যান্ডকে কসোভোর বিপক্ষে হার এড়াতে হবে, অথবা হারলেও তাদের +১১ গোল ব্যবধান অক্ষত থাকলে সমস্যা নেই। বিপরীতে কসোভো উঠবে শুধু সুইজারল্যান্ডকে হারিয়ে +১১ গোল ব্যবধান উল্টাতে পারলে।
গ্রুপ 'সি'-তে ডেনমার্ক স্কটল্যান্ডের বিপক্ষে হার এড়ালেই শীর্ষে, আর স্কটল্যান্ডের একমাত্র পথ হলো জয়। গ্রুপ 'ই'-তে স্পেনের সামনে সুবিধাজনক সমীকরণ, তুরস্কের বিপক্ষে হার এড়ালেই যথেষ্ট; এমনকি হারলেও +১৪ গোল ব্যবধান বজায় থাকলে তারাই গ্রুপসেরা থাকবে। তুর্কিকে তাই শুধু জিতলেই চলবে না, বিশাল ব্যবধানে জিতে সেই ব্যবধানও উল্টাতে হবে।
গ্রুপ 'জি'-তে নেদারল্যান্ডসের সামনে তিনটি পথ, লিথুয়ানিয়ার বিপক্ষে হার এড়ানো, অথবা পোল্যান্ডের মাল্টার বিপক্ষে জয় না পাওয়া, কিংবা নেদারল্যান্ডস হারলেও এবং পোল্যান্ড জিতলেও তাদের +১৩ গোল ব্যবধান ধরে রাখা। অন্যদিকে, পোল্যান্ড উঠবে কেবল মাল্টাকে হারিয়ে, নেদারল্যান্ডসকে হারতে দেখে, এবং +১৩ ব্যবধান উল্টাতে পারলে। গ্রুপ 'এইচ'-এ অস্ট্রিয়ার সামনে সহজ সমীকরণ -বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে হার এড়ালেই যথেষ্ট; বসনিয়া উঠবে জিততে পারলেই।
গ্রুপ 'জে'-তে বেলজিয়াম জিতলে নিশ্চিতভাবেই শীর্ষে থাকবে, তবে ড্র বা হারলেও ওয়েলস–নর্থ মেসিডোনিয়া ম্যাচ ড্র হলে বেলজিয়ামের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। ড্র পরিস্থিতিতে ওয়েলস বা মেসিডোনিয়া জিতলেও বেলজিয়ামের গোল ব্যবধান ভালো থাকলে তারাই এগিয়ে থাকবে। নর্থ মেসিডোনিয়ার উঠতে হলে অবশ্যই ওয়েলসকে হারাতে হবে এবং একই সঙ্গে বেলজিয়ামকে লিচেনস্টেইনের কাছে হারতে হবে, অথবা বেলজিয়াম ড্র করলে তাদের +৬ গোল ব্যবধান উল্টাতে হবে। ওয়েলসের পথও একই, মেসিডোনিয়াকে হারিয়ে বেলজিয়ামের হার প্রার্থনা করা, কিংবা বেলজিয়াম ড্র করলে তাদের +১১ গোল ব্যবধান উল্টানো।
কনকাকাফ অঞ্চলে ম্যাচডে পাঁচের অস্বাভাবিক ফলাফলের পর সবকিছু এখন শেষ দিনের অপেক্ষায়। সুরিনাম জিতলে বা ড্র করলেও, শর্ত হলো পানামা যেন এল সালভাদরকে হারাতে না পারে। এমনকি সুরিনাম জিতলে এবং পানামাও জিতলে সুপারিওর গোল ব্যবধান (+৩) ধরে রাখতে পারলেও তারা উঠবে। সুরিনাম হারলে হলেও, যদি পানামা হারে এবং গোল ব্যবধান সুরিনামের পক্ষে থাকে, তাহলেও তাদের সুযোগ আছে।
পানামা উঠবে এল সালভাদরকে হারিয়ে এবং সুরিনামের পয়েন্ট পাওয়া না দেখলে। পানামা ড্র করলেও সুরিনাম হারলে সুযোগ রয়েছে। এমনকি তারা বড় ব্যবধানে জিতে গোল ব্যবধানে সুরিনামকে টপকে গেলেও কোয়ালিফাই করবে। জ্যামাইকার সমীকরণ সহজ, কুরাসাওকে হারালেই যথেষ্ট। কুরাসাওয়ের শুধু হার এড়ালেই উঠে যাওয়ার সুযোগ আছে। হন্ডুরুস কোস্টারিকার বিপক্ষে জিতলে বা ড্র করলেও, শর্ত হলো হাইতি যেন নিকারাগুয়াকে হারাতে না পারে। যদি হন্ডুরুস জেতে এবং হাইতিও জেতে, তাহলে গোল ব্যবধান (+২) ধরে রাখতে হবে।
কোস্টারিকা উঠবে কেবল হন্ডুরুসকে হারাতে পারলে এবং হাইতি জিততে না পারলে। হাইতির সামনে দুটি পথ, তারা নিকারাগুয়াকে হারিয়ে দিক, এরপর অপেক্ষা করতে হবে হন্ডুরুস যেন না জেতে। অথবা তারা বড় ব্যবধানে জিতে গোল ব্যবধানে হন্ডুরুসকে পেছনে ফেলতে পারলেও প্লে-অফ নিশ্চিত।
আফ্রিকার বাছাইপর্বে মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, সেনেগাল, কাবো ভের্দে, আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি থাকা একটি স্পটের জন্য চার সেরা রানার্স-আপের মুখোমুখি লড়াইয়ে নাইজেরিয়া প্রথমে গ্যাবনকে হারিয়েছে, এরপর কঙ্গো হারিয়েছে ক্যামেরুনকে। এখন এই দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচই নির্ধারণ করবে কে যাবে ফিফা প্লে-অফ টুর্নামেন্টে।
এশিয়ান অঞ্চলে কাতার ও সৌদি আরব শেষ দুটি স্বয়ংক্রিয় টিকিট নিয়েছে। এখন প্লে-অফে মুখোমুখি হবে ইরাক ও সংযুক্ত আরব আমিরাত। প্রথম লেগ ০-০ ড্র হওয়ার পর ১৮ নভেম্বর বসরায় নির্ধারণ হবে কোন দল প্লে-অফে যাবে।
ওশেনিয়া অঞ্চলে নিউজিল্যান্ডের কাছে ফাইনালে হারের পরও নিউ ক্যালেডোনিয়ার আশা বেঁচে আছে। তারাও যাবে ফিফা প্লে-অফ টুর্নামেন্টে। আর দক্ষিণ আমেরিকায় ছয়টি স্বয়ংক্রিয় স্পট পূর্ণ হওয়ার পর বলিভিয়া এখন সপ্তম স্থান পাওয়ার আশায় প্লে-অফে যোগ দেবে, যেখানে তাদের সঙ্গে থাকবে নিউ ক্যালেডোনিয়া ও আরও চার দল।