২০২৬ ফিফা বিশ্বকাপ: কারা যোগ্যতা অর্জন করেছে? কাদের সুযোগ রয়েছে?
ইউরোপ (উয়েফা), মধ্য আমেরিকা ও ক্যারিবীয় (কনকাকাফ) অঞ্চলে চোখ ঝলসানো উত্তেজনা, শেষ মুহূর্তের নাটকীয় গোল আর আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে শেষ হলো ফিফা বিশ্বকাপ ২০২৬-এর স্বয়ংক্রিয় বাছাইপর্বের শেষ ধাপ। মঙ্গলবার রাতে নিশ্চিত হলো আরও আটটি চূড়ান্ত জায়গা।
কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ৪৮ দলের এই বিস্তৃত টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র সাত মাস বাকি। এরই মাঝে ইউরোপের শক্তিশালী দল স্পেন এবং ক্ষুদ্র ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাও যোগ দিল বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া দলগুলোর তালিকায়, অতুলনীয় আনন্দ ও আবেগের উচ্ছ্বাস নিয়ে।
একটি ঐতিহাসিক অর্জনও হয়েছে। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও ১৮ নভেম্বর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সবচেয়ে ছোট দেশ হিসেবে এ মঞ্চে ওঠার গৌরব অর্জন করেছে। একই রাতে হাইতি ৫২ বছর পর ফিরছে ফুটবলের সর্বোচ্চ আসরে, তাদের সঙ্গে আছে পানামা।
তবে এই সপ্তাহটা ছিল বড় বড় দলের জন্য হতাশা আর ধাক্কার। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন গ্রিস, আফ্রিকার পরাশক্তি নাইজেরিয়া, সবই বাদ পড়েছে বিশ্বকাপের দৌড় থেকে। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে লড়তে হবে ইউরোপীয় প্লে-অফে; আর চারবারের আরব চ্যাম্পিয়ন ইরাক খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে।
কারা কারা বিশ্বকাপ ২০২৬-এ উঠল?
শেষ রাউন্ড শেষে মহাদেশভিত্তিক চূড়ান্ত তালিকা—
সহ-আয়োজক
কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র।
আফ্রিকা
আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।
এশিয়া
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।
ইউরোপ
অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুইজারল্যান্ড।
ওশেনিয়া
নিউজিল্যান্ড।
আমেরিকা
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, কুরাসাও, পানামা ও হাইতি।
কখন চূড়ান্ত ৪৮ দল জানা যাবে?
সব দল নিশ্চিত হতে সময় লাগবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। ইউরোপীয় বাছাইয়ের শেষ ধাপ এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ মার্চেই অনুষ্ঠিত হবে। ফলে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন মাস আগে পাওয়া যাবে পূর্ণাঙ্গ ৪৮ দলের তালিকা।
কোন কোন দল প্লে-অফে?
ইউরোপীয় প্লে-অফ (৪টি স্পট)
আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, চেকিয়া, ডেনমার্ক, ইতালি, কসোভো, পোল্যান্ড, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, তুরস্ক, ইউক্রেন, ওয়েলস, রোমানিয়া, সুইডেন, নর্দার্ন আয়ারল্যান্ড ও নর্থ মেসিডোনিয়া।
আন্তঃমহাদেশীয় প্লে-অফ (২টি স্পট)
বলিভিয়া, কঙ্গো, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।
ইউরোপীয় প্লে-অফ কীভাবে হবে?
আট মাসের দীর্ঘ গ্রুপপর্ব শেষে ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি উঠে গেছে। এখন বাকি চারটি স্পটের জন্য লড়বে ১৬টি দল, ১২টি রানার্স-আপ এবং উয়েফা নেশন্স লিগের সেরা ৪টি গ্রুপজয়ী।
* চারটি আলাদা প্লে-অফ পথ থাকবে
* প্রতিটি পথে দুটি সেমিফাইনাল (এক ম্যাচ) ও একটি ফাইনাল (এক ম্যাচ)
* সেমিফাইনাল: ২৬ মার্চ
* ফাইনাল: ৩১ মার্চ
* ৪টি ফাইনাল জয়ী দল যাবে বিশ্বকাপে
আন্তঃমহাদেশীয় প্লে-অফ কীভাবে হবে?
বাকি ২টি স্পটের জন্য মুখোমুখি হবে ছয়টি দেশ—
* এশিয়া: ইরাক
* আফ্রিকা: ডিআর কঙ্গো
* কনকাকাফ: জ্যামাইকা, সুরিনাম
* ওশেনিয়া: নিউ ক্যালেডোনিয়া
* দক্ষিণ আমেরিকা: বলিভিয়া
সেরা দু'টি সিডেড দল ইরাক ও কঙ্গো, ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি ফাইনালে জায়গা পেয়েছে। অন্য চার দলের মধ্যে দুটি সেমিফাইনাল হবে, সেখানে জয়ীরা উঠবে ফাইনালে। সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
কারা বাদ পড়ল? বড় দলের তিক্ত হতাশা
বিশ্বকাপ ২০২৬ বাছাই থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে বেশ কিছু নামি দেশ -নাইজেরিয়া, চিলি, ক্যামেরুন, কোস্টারিকা, গ্রিস, সার্বিয়া।