'বিশ্বকাপে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে ভিনিসিয়ুসকে'
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়ে দিলেন, আগামী বছরের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে ভিনিসিয়ুস জুনিয়রকে হতে হবে পুরোপুরি ফিট। তিনি আবারও মনে করিয়ে দিলেন, তার নীতি খুব পরিষ্কার। যে খেলোয়াড় ১০০% ম্যাচ-প্রস্তুত, শুধুমাত্র তাকেই দলে রাখা হবে।
গত অক্টোবরে নেইমারকেও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন আনচেলত্তি। সান্তোস ফরোয়ার্ডকে জানানো হয়েছিল, দলে ফিরতে হলে তাকে শতভাগ ফিট হয়ে আসতে হবে।
ব্রাজিলিয়ান স্পোর্টস প্রোগ্রাম এসপোর্তে রেকর্ড-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইতালিয়ান কোচ বললেন, এই মানদণ্ড সবার ক্ষেত্রেই সমান কঠোর।
'আমাদের দলে অনেক উচ্চমানের ফুটবলার আছে, আর আমাকে তাদের মধ্য থেকে সেই খেলোয়াড়দের বেছে নিতে হবে যারা ১০০% প্রস্তুত,' বলেন আনচেলত্তি।
তিনি আরও যোগ করেন, 'এটা শুধু নেইমারের ব্যাপার নয়, হতে পারে ভিনিসিয়ুসও। ভিনিসিয়ুস যদি ৯০ শতাংশ ফিট থাকে, তাহলে আমি এমন খেলোয়াড়কে ডাকব যে ১০০ শতাংশ প্রস্তুত, কারণ এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল, বিশেষ করে আক্রমণভাগে, যেখানে আমাদের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে।'
এ বছরের জুনে প্যারাগুয়েকে ১–০ গোলে হারানোর ম্যাচে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, যা ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেয়। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
এর আগে মার্চের আন্তর্জাতিক বিরতিতে (২৩ থেকে ৩১ মার্চের মধ্যে) বোস্টনে ফ্রান্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।