দিয়াদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জার্মান কোচও

By ক্রীড়া প্রতিবেদক
21 February 2023, 11:31 AM
UPDATED 21 February 2023, 18:28 PM

দিনটা শুরু হলো অন্যভাবে। নিয়মিত অনুশীলন শুরুর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলেন আর্চাররা। দিয়া সিদ্দিকি-রামকৃষ্ণ সাহাদের সঙ্গে সেসময় ছিলেন তাদের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখও।

archery_coach_2.jpg
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান আর্চাররা।

মাঠের ভিআইপি গ্যালারির নিচে শহীদ মিনারের ছবি সংবলিত একটি ব্যানার বানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। শিষ্যদের সঙ্গে সেখানে ফুল দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সামিল হন ফ্রেডরিখও।