বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা

By স্পোর্টস ডেস্ক
21 March 2023, 08:41 AM
UPDATED 21 March 2023, 15:42 PM

চাইনিজ থাইপেকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। 

মঙ্গলবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাবাডির তৃতীয় ফাইনালে চাইনিজ থাইপের বিপক্ষে  বাংলাদেশ জিতেছে ৪২-২৮ পয়েন্টে।

বাংলাদেশ-চায়নিজ তাইপের শুরুটা ছিল জমজমাট। একটা সময় পর্যন্ত সমান তালে লড়েছে দুই দল। সময় গড়াতেই বাংলাদেশের অভিজ্ঞতার কাছে হার মানল চায়নিজ তাইপে।  

প্রথম ২০ মিনিটের অর্ধেকে দুই দলের পয়েন্ট ছিল সমান সমান। প্রথম টাইম আউটের পর থেকেই পাল্টে যেতে থাকে খেলার চিত্র। দুই রেইডার তুহিন তরফদার ও মিজানুর রহমানরা একের পর এক এনে দিতে থাকলেন পয়েন্ট। রক্ষণটাও হয় দুর্দান্ত। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে যায় ২০-১৪ পয়েন্টে। 

দ্বিতীয়ার্ধতেও বহাল থাকে এই ধারা। পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। ৩২ মিনিটে তৃতীয় লোনা পাওয়ার পরই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের শিরোপা।

১২ দল নিয়ে ১৩ মার্চ থেকে শুরু হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি।