বিশ্ব আর্চারি এশিয়ার সভাপতি হলেন বাংলাদেশের চপল

By ক্রীড়া প্রতিবেদক
8 November 2025, 11:54 AM
UPDATED 8 November 2025, 18:35 PM

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বিশ্ব আর্চারি এশিয়ার (ডব্লিউএএ) সভাপতি নির্বাচিত হলেন। এটি বাংলাদেশের ক্রীড়া প্রশাসনের ইতিহাসে একটি ঐতিহাসিক অর্জন।

শনিবার ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনে চপল ২৯-৯ ভোটে জয়ী হন। তিনি স্থলাভিষিক্ত হলেন হুন্দাই মোটর গ্রুপের নির্বাহী চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা চুং উয়ি-সানের। ২০০৫ সাল থেকে চুং ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই জয়ের ফলে চপল প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া মহাদেশের আর্চারির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে এলেন। তিনি আগামী চার বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন এবং সংস্থাটির উন্নয়নের জন্য বিশ্ব আর্চারির (ডব্লিউএ) সঙ্গে সমন্বয় রক্ষায় ভূমিকা রাখবেন।

নির্বাচনটি অনুষ্ঠিত হয় বিশ্ব আর্চারি এশিয়ার কংগ্রেসে। সেখানে এশিয়ার ৩৮টি সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অধিবেশনটি এদিন ঢাকায় শুরু হওয়া ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সঙ্গে মিল রেখে অনুষ্ঠিত হয়।

বিশ্ব আর্চারি এশিয়ার বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন চপল। তার হাত ধরে প্রায় দুই যুগ আগে বাংলাদেশে আর্চারি খেলার যাত্রা শুরু হয়। চলমান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যানও তিনি।