শ্রীলঙ্কার সঙ্গে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

By নন স্ট্রাইকারস এন্ড
2 September 2022, 11:31 AM

সমীকরণটা দুই দলের জন্যই ছিল এক। জিতলে সুপার ফোরের টিকিট, হারলে বিদায়। তাতে সাকিব আল হাসানের বাংলাদেশকে পরাজিত করে শেষ হাসি হেসেছে দাসুন শানাকার শ্রীলঙ্কা। তবে ম্যাচের ফলাফলটা উল্টো হওয়াটা খুব অস্বাভাবিক কিছু ছিল না। টাইগার বোলাররা একটু হিসেবি হলেই চলত। কিংবা তাদের যদি যোগ্য সহায়তা করতে পারতেন ফিল্ডাররা। তবে শেষ পর্যন্ত হয়নি। 

কেন হয়নি, কোথায় ভুল ছিল টাইগারদের, এ নিয়ে দ্য ডেইলি স্টারের NON STRIKER'S END powered by Daraz এর আয়োজনে এই ম্যাচের খুঁটিনাটি নিয়ে আলাপ করেছেন বিশিষ্ট সাংবাদিক নোমান মোহাম্মদ।