যেভাবে গড়ে উঠেছে পিরোজপুরের পেয়ারা বাগান

By ইনসাইড বাংলাদেশ
7 September 2022, 03:33 AM
UPDATED 7 September 2022, 10:39 AM

প্রায় ১২৫ বছর আগের কথা, পিরোজপুরের নেছারবাদ উপজেলার ভদ্রাংক গ্রামের পূর্ণ মণ্ডল ভারতের গয়ায় তীর্থে গিয়েছিলেন। ফেরার পথে কিছু পেয়ারার বীজ সঙ্গে আনেন। সেই থেকেই ধীরে ধীরে ওই গ্রামে ছড়িয়ে পড়ে পেয়ারার চাষ।

বর্তমানে নেছারাবাদের আটগর-কুড়িয়ান, জলাবাড়ি ও সমুদয়কাঠি ইউনিয়নে ছড়িয়ে পড়েছে পেয়ারার চাষ। তবে আটগর-কুড়িয়ানা ইউনিয়নেই পেয়ারার চাষ বেশি হয়।