ভরা মৌসুমে কেন কমে গেল ডেনিম রপ্তানি?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম
11 September 2022, 14:14 PM
UPDATED 11 September 2022, 20:44 PM

ইউরোপে ব্যবহৃত প্রতি ৩টি ডেনিম প্যান্টের ১টি তৈরি হয় বাংলাদেশে। ডেনিম শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালে সারা বিশ্বে ৬৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ডেনিম জিন্স বিক্রি হয়েছে এবং বাংলাদেশ এই আন্তর্জাতিক ডেনিম বাজারের ২৪ দশমিক ৬ শতাংশ দখল করে আছে। তবে দুঃসংবাদ হচ্ছে, এই বছর বাংলাদেশ থেকে ইউরোপে ডেনিম ফেব্রিক্স এবং গার্মেন্টস রপ্তানি প্রায় ৪০ শতাংশ কমে গেছে।

কী কারণে ডেনিম রপ্তানি কমেছে এবং এ থেকে উত্তরণের উপায় কী তা খন্দকার মো. শোয়েব আজকের স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে খুঁজে বের করার চেষ্টা করেছেন। আজকের অতিথি দ্য ডেইলি স্টারের রিপোর্টার রেফায়েত উল্লাহ্‌ মীরধা।