শাউট-ডেইলি স্টার বুকস এর আয়োজনে ‘স্ল্যাম পোয়েট্রি নাইটস’ পর্ব-১

By স্ল্যাম পোয়েট্রি নাইটস
15 September 2022, 13:33 PM

শাউট ও ডেইলি স্টার বুকস 'স্ল্যাম পোয়েট্রি নাইটস' নামে একটি মাসিক অনুষ্ঠানের আয়োজন শুরু করেছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে ১৫ জনেরও বেশি তরুণ কবি তাদের কবিতা আবৃত্তি করেন। দশম শ্রেণি থেকে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়েছেন। বাংলা ও ইংরেজি এ দুই ভাষাতেই তারা আবৃত্তি করেন।