নারী ফুটবলে সাফল্য ও প্রভাব

By স্টার স্পেশাল
20 September 2022, 14:14 PM

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিগত বছরগুলোতে বড় যত সাফল্য এসেছে তার প্রায় সবই এসেছে মেয়েদের হাত ধরে। এই জয় শুধু মেয়েদের নয়, প্রতিটি বাঙালির। 

সাফ ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল রচনা করলো আরও একটি নতুন ইতিহাস। সাবিনা, সানজিদা, মারিয়াদের এই জয় শুধু কি ক্রীড়াক্ষেত্রেই নারীদের অগ্রযাত্রার বার্তা দেয়? নাকি এর পেছনে রয়েছে তাদের সব বাধা পেরিয়ে আসার অনেক গল্প। স্টার স্পেশালে এসব নিয়েই আজকের আলোচনা।