যা জানানো হয় সেটাই বিদ্যুৎ খাতের প্রকৃত সত্য, না অন্যকিছু?

By স্টার ভিউজরুম
17 October 2022, 13:49 PM
UPDATED 17 October 2022, 20:07 PM

সাম্প্রতিক সময়ের লোডশেডিং এক ধাক্কায় বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সমস্ত দুর্বলতা সামনে নিয়ে এসেছে।

সরকার অক্টোবর থেকে বিদ্যুৎ সংকট কমার কথা বললেও বাস্তবে তা আরও বেড়েছে।

বাংলাদেশে বিদ্যুৎ সংকটের বর্তমান অবস্থা আসলে কেমন? এ জন্য বিশ্ব বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি কতটা দায়ী? বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প কোনো পথ কি আছে? স্টার ভিউজরুমে এসব বিষয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা।