বাংলাদেশিরা বীমা করতে আগ্রহ পায় না কেন?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম
30 October 2022, 16:18 PM

বীমা খাত একটি দেশের অর্থনীতিতে ঝুঁকি ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখে। আর বাংলাদেশের মতো দেশে বীমার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু গত এক দশকে যখন অর্থনীতি বড় হচ্ছে তখন বীমা খাত যেন আরও সংকুচিত হয়ে যাচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে যখন মানুষ বীমা ছাড়া তাদের জীবন ভাবতেই পারে না সেখানে গত দশ বছরে জীবন বীমা খাতের প্রসার আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। 

কেন বীমা খাত জনপ্রিয় হতে পারছে না। বীমা খাতকে গতিশীল করার জন্য কী করণীয় রয়েছে? 

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে এ বিষয়ে খন্দকার মোঃ শোয়েবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আহসান হাবিব।