অর্থকষ্টে পদক-সনদ বিক্রি করতে চান বংশীবাদক রেজাউল

By স্টার নিউজবাইটস
31 October 2022, 03:37 AM

মানিকগঞ্জের চরতিল্লী গ্রামের বংশীবাদক রেজাউল। দেশের নামকরা অনেক সংগীতশিল্পীর সঙ্গে বাঁশি বাজিয়েছেন তিনি। একসময় রেডিও-টেলিভিশনে নিয়মিত বাঁশি বাজালেও এখন কাজের অভাবে পরিবার নিয়ে অর্থকষ্টে দিন কাটছে তার।

দারিদ্র্যের কষাঘাতে সম্মাননা-সনদ এবং সব পদক বিক্রি করে দিতে চান তিনি।