ভাড়া করা লঞ্চ-ট্রলারে বরিশাল আসছেন বিএনপি নেতা-কর্মীরা

By স্টার অন দ্য স্পট
4 November 2022, 10:49 AM

বরিশালে শনিবারের বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে একদিন আগেই বিএনপি নেতা-কর্মীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে সমাবেশের জন্য নির্ধারিত বঙ্গবন্ধু উদ্যান। ধর্মঘটের কারণে যোগাযোগ বন্ধ থাকায় বরিশাল বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশেপাশের জেলাগুলো থেকে। কর্মীরা আসছেন নদীপথে। ভাড়া করা লঞ্চেই থাকছেন বিএনপি নেতা-কর্মীরা, সেখানেই কথা হয়েছে খাওয়ার ব্যবস্থা।

বিএনপির আগামীকালের গণসমাবেশের প্রস্তুতি নিয়ে আজকের স্টার অন দ্য স্পট। সমাবেশস্থল এবং আশেপাশের পরিস্থিতি জানাবেন দ্য ডেইলি স্টার'র সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লা।