বিশ্বকাপে রেফারিং বিতর্ক

By স্পোর্টস মাল্টিমিডিয়া
13 December 2022, 17:16 PM

কাতার বিশ্বকাপে রেফারিং নিয়ে বারবারই সমালোচনায় মাতছেন ফুটবলাররা।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ মিলে সমালোচনা করেছিলেন স্প্যানিশ রেফারি মাতেও লাহজের। পরদিন পর্তুগাল যখন হেরে গেল, আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়োর সমালোচনায় সরব হয়েছিলেন পেপে ও ব্রুনো ফার্নান্দেসও।