প্রাণীর প্রতি মমত্ববোধের সেই ছবির পেছনের গল্প

By স্টার স্পেশাল
23 December 2022, 15:11 PM

ছবি অনেক সময় ভাষার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। একটি ছবি যেমন অনেক কথা বলতে পারে, আবার কখনোএকটি ছবি তৈরি করতে পারে অনেক গল্প। 

গত ৭ ডিসেম্বর দ্য ডেইলি স্টার পত্রিকায় ফটোসাংবাদিক প্রবীর দাশের তোলা এই ছবিটি ছাপানোর পর তাপাঠকদের দৃষ্টি কাড়ে। প্রাণীর প্রতি মানুষের মমত্ববোধের এই অসাধারণ ছবিটির প্রতি মানুষের ভালোবাসা মুগ্ধকরেছে ফটোগ্রাফার এবং দ্য ডেইলি স্টারকে। 

প্রবীর দাশের তোলা এই ছবির পেছনের গল্প নিয়ে আজকের স্টার স্পেশাল।