প্রথম দিন মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা

By স্টার স্পেশাল
29 December 2022, 13:30 PM
UPDATED 29 December 2022, 19:44 PM

আজ থেকে যাত্রীদের জন্য উন্মুক্ত হলো দেশের প্রথম মেট্রোরেল। দর্শনার্থী আর যাত্রীদের স্রোতের মধ্যে স্টার মাল্টিমিডিয়ার প্রযোজক সাইম বিন মুজিব এবং নাঈমুর রহমান গিয়েছিলেন মেট্রোরেলের প্রথম দিনের অভিজ্ঞতা জানতে।

চলুন তাদের সঙ্গে দেখে আসি কেমন ছিল দেশের প্রথম মেট্রোরেলের প্রথম দিনের যাত্রা।